
Home দৃষ্টিপাত > অবশেষে পিনাক-৬ লঞ্চডুবির নিহতদের পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান
এই পৃষ্ঠাটি মোট 471 বার পড়া হয়েছে
অবশেষে পিনাক-৬ লঞ্চডুবির নিহতদের পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান
প্রায় ৮ মাস পর মাওয়ায় পিনাক-৬ লঞ্চডুবিতে নিহত ২৭ জনের পরিবারের মাঝে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে অনুদানের চেক বিতরন করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গায় নিহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য মুজিবর রহমান নিক্সন চৌধুরী। এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত বছরের ৪ আগষ্ট মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের কাছে পদ্মা নদীতে পিনাক-৬ নামক লঞ্চ ডুবিতে ৪৯জন নিহত ও ৬৩জন নিখোজ হন। মর্মান্তিক এ দুর্ঘটনার পর সরকারের পক্ষ থেকে অনুদানের ঘোষনা দেয়া হয়েছিল। এর প্রায় ৮ মাস পর আজ বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৫ জেলার নিহত ২৭ জনের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরন করা হয়। প্রত্যেক নিহতদের জন্য ১ লাখ ৫ হাজার টাকা করে বিআইডব্লিউটিএর নৌ দুর্যোগ তহবিল ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে দেয়া হয়। চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবর রহমান নিক্সন চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন,নৌ দুর্যোগ তহবিল ট্রাস্টি বোর্ডের পরিচালক আব্দুল আউয়াল, অতিরিক্ত সচিব ভোলানাথ দে, জয়েন ডিরেক্টর পাবলিক রিলেশন মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। চেকপ্রাপ্তদের মধ্যে নোয়াখালীর ১জন ,লক্ষ্মীপুরের ৩জন ,বরিশালের ৩জন,মাদারীপুরের ১১জন ,ফরিদপুরের ২জন ও শরীয়তপুরের ৭জন রয়েছে। একজন নিহতের পরিবার আবেদন করেননি। আর বাকি ২১ জন অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছিল।
ছবি ও তথ্যসূত্র: শিবচর বার্তা২৪.কম
রিপোর্ট : মনিরুজ্জামান মনির