
Home দৃষ্টিপাত > পল্লীকবির নামে পদ্মা সেতু করার পরিকল্পনা ছিল : নাজমুল হুদা
এই পৃষ্ঠাটি মোট 533 বার পড়া হয়েছে
পল্লীকবির নামে পদ্মা সেতু করার পরিকল্পনা ছিল : নাজমুল হুদা
সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, পল্লীকবি জসীম উদ্দীনের নামে এবং বর্তমান নির্মাণ মূল্যের অর্ধেক অর্থ দিয়েই পদ্মা সেতু করার পরিকল্পনা ছিল।
৪ দলীয় জোট সরকারের আমলে যোগাযোগমন্ত্রী থাকাকালীন এ সেতু পল্লীকবি জসীম উদ্দীনের নামে নামকরণ এবং এর ব্যয়ভার বর্তমান নির্মাণ মূল্যের অর্ধেক রেখেই সেতুর নকশা বাস্তবায়ন করেছিলাম। অথচ সেই পদ্মা সেতুর নির্মাণের ব্যয়ভার বাড়িয়ে সেতু নির্মাণ অনিশ্চয়তায় নিয়ে যাওয়া হয়েছে।
এক বিবৃতিতে পদ্মা সেতু নিয়ে এসব পরিকল্পনার কথা বলেন সাবেক এই যোগাযোগমন্ত্রী।
পদ্মা সেতুর নির্মাণ ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ানোর কারণেই এটির নির্মাণ নিয়ে এত প্রহসন হয়েছে বলে মনে করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স-বিএনএ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।
তিনি বলেন, অমর কবি পল্লীকবি জসীম উদ্দীনের নামে এ সেতুর নামকরণ করলে দেশের কারও কোনো আপত্তি থাকার কথা থাকত না। এমনকি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ মহান কবির নামটি মুছে ফেলার কোনো ষড়যন্ত্রও থাকত না বলে তিনি মনে করেন।
তথ্যসূত্র : আমারদেশ অনলাইন-০৩-০৭-২০১৪