
Home দৃষ্টিপাত > ফরিদপুরে মডার্ন ইঞ্জিনিয়ারিং কলেজে হামলা, ব্যাপক ভাংচুর
এই পৃষ্ঠাটি মোট 553 বার পড়া হয়েছে
ফরিদপুরে মডার্ন ইঞ্জিনিয়ারিং কলেজে হামলা, ব্যাপক ভাংচুর
ফরিদপুর সদর উপজেলার বদরপুরে মডার্ন ইঞ্জিনিয়ারিং এন্ড এগ্রিকালচার কলেজে বুধবার সকালে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত ছাত্ররা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে তারা মিছিল সহকারে উপজেলা পরিষদে গিয়ে বিচার দাবী করে। এক পর্যায়ে উত্তেজিত ছাত্ররা ইঞ্জিনিয়ারিং কলেজের জানালা, দরজা ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধায় কলেজের ছাত্র হোষ্টেলের সামনে বসে থাকা কয়েকজন ছাত্রের সাথে স্থানীয় কয়েকজন যুবকের সংঘর্ষ বাধে। এসময় স্থানীয় যুবকদের হামলায় আহত হয় কলেজের ৪ ছাত্র। এদের মধ্যে প্রিজন বিশ্বাস ও নুর মোহাম্মদকে মারাত্বক আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় কলেজের শিক্ষার্থীরা স্থানীয় যুবকদের গ্রেফতার ও বিচার দাবী করে। বিচার না পেয়ে তারা কলেজে ভাংচুর চালায় বলে জানা গেছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ আলী আহম্মেদ বলেন, ঘটনাটি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়েছে তারাই পরবর্তী পদক্ষেপ নেবেন।
ছবি ও তথ্যসূত্র: ফরিদপুর কন্ঠ, ২২.০৫.১৪
জেড জামান