
Home দৃষ্টিপাত > স্ত্রী ও শিশু সন্তানের সাথে দেখা হলো না সায়েদ ঢালীর
এই পৃষ্ঠাটি মোট 512 বার পড়া হয়েছে
স্ত্রী ও শিশু সন্তানের সাথে দেখা হলো না সায়েদ ঢালীর
১৮ মে রবিবার লিবিয়া যাওয়ার ফ্লাইট ছিল নড়িয়ার পশ্চিম কেদারপুর গ্রামের আব্দুল হাই ঢালীর ছেলে সায়েদ ঢালীর। ঢাকায় কিছু কাজ সেরে ১৫ মে বৃহস্পতিবার এমভি মিরাজ-৪ লঞ্চে চড়ে বাড়িতে আসছিলেন প্রিয়তমা স্ত্রী মুনমুন ও দুই বছরের শিশু সন্তান সাইফুল সহ অন্যান্য আত্মীয়-স্বজনের সাথে দেখা করতে। কিন্তু সায়েদ তখনও জানতেন না স্ত্রী-সন্তানের সাথে তার আর কখনোই দেখা হবে না। আর কখনোই আদর করা হবে না ছোট্ট শিশু সন্তানকে।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জের গজারিয়ায় ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া লঞ্চের যাত্রী ছিলেন সায়েদ ঢালী। লঞ্চটি উদ্ধারের আগে-পরে অনেক যাত্রীর মৃতদেহ উদ্ধার হলেও খোঁজ মিলছিল না সায়েদ ঢালীর। স্ত্রী মুনমুনও ভেবেছিলেন হয়তো শেষ বারের মতো স্বামীর মুখটাও আর দেখতে পারবেন না। কিন্তু তিন দিন পর সায়েদ ঢালীর মরদেহ নদীতে ভেসে ওঠলে শোকের মাঝেও যেন কিছুটা স্বান্ত¦না মেলে।
দুই বছরের শিশু সন্তানকে নিয়ে কিভাবে জীবনের বাকী দিনগুলো পার করবেন মুনমুন। লঞ্চ দুর্ঘটনা তাকে স্বামীহারা ও তার সন্তানকে পিতৃহারা করলেও, যাদের দায়িত্বে অবহেলা ও ব্যবসায়ীক লোভের কারণে এই দূর্ঘটনা ঘটলো তাদের কি আদৌ বিচার হবে ?
শরীয়তপুর ২৪, ২০ মে ২০১৪