
Home দৃষ্টিপাত > খালেদা জিয়া রাজবাড়ী সফরে যাচ্ছেন আজ
এই পৃষ্ঠাটি মোট 506 বার পড়া হয়েছে
খালেদা জিয়া রাজবাড়ী সফরে যাচ্ছেন আজ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আট বছর পর রাজবাড়ী যাচ্ছেন আজ। সেখানকার ঐতিহাসিক রেলওয়ে ময়দানে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। পাঁচ জানুয়ারি প্রহসনের নির্বাচনের পর ঢাকার বাইরে এটা তার প্রথম জনসভা হবে। তার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাজবাড়ী বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা।
রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, ১৯ দলীয় ঐক্যজোট নেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজবাড়ী সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
আজ সকাল ১১টায় বেগম খালেদা জিয়া ঢাকা থেকে সড়কপথে রাজবাড়ীর উদ্দেশে রওনা দেবেন। দুপুরে তিনি রাজবাড়ীর সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করবেন। দুপুর ৩টায় রাজবাড়ীর ঐতিহাসিক শহীদ আবদুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে ১৯ দলীয় ঐক্যজোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
গত ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচন বাতিল, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ১৯ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, মামলা, হত্যা, গুম এবং অনতিবিলম্বে ক্ষমতা ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এবং আগামী দিনের আন্দোলনের দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
আলী নেওয়াজ খৈয়ম আরও জানান, আমরা আশা করি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই জনসভা থেকে বৃহত্তর নতুন কোনো আন্দোলনের ঘোষণা দেবেন। চেয়ারপারসন বেগম জিয়া আগামীতে ক্ষমতায় গেলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতু এবং রাজবাড়ীতে ১টি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেবেন।
৫ জানুয়ারি সরকারের প্রহসনের নির্বাচনের পর ঢাকার বাইরে বেগম খালেদা জিয়ার এটিই প্রথম জনসভা। এই জনসভায় রাজবাড়ীসহ পার্শ্ববর্তী বৃহত্তর ফরিদপুর, কুষ্টিয়া ও পাবনা জেলার প্রায় ৬ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে। জেলায় প্রায় শতাধিক তোরণ, ব্যানার ও বিলবোর্ডে শহর ছেয়ে গেছে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হাবীব জানান, দলের তৃণমূল নেতাকর্মীরা চেয়ারপারসনের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনা ও তাকে একনজর দেখার জন্য অস্থির হয়ে আছে।
তথ্যসূত্র : দৈনিক আমারদেশ,০১/০৩/২০১৪
রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, ১৯ দলীয় ঐক্যজোট নেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজবাড়ী সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
আজ সকাল ১১টায় বেগম খালেদা জিয়া ঢাকা থেকে সড়কপথে রাজবাড়ীর উদ্দেশে রওনা দেবেন। দুপুরে তিনি রাজবাড়ীর সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করবেন। দুপুর ৩টায় রাজবাড়ীর ঐতিহাসিক শহীদ আবদুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে ১৯ দলীয় ঐক্যজোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
গত ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচন বাতিল, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ১৯ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, মামলা, হত্যা, গুম এবং অনতিবিলম্বে ক্ষমতা ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এবং আগামী দিনের আন্দোলনের দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
আলী নেওয়াজ খৈয়ম আরও জানান, আমরা আশা করি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই জনসভা থেকে বৃহত্তর নতুন কোনো আন্দোলনের ঘোষণা দেবেন। চেয়ারপারসন বেগম জিয়া আগামীতে ক্ষমতায় গেলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতু এবং রাজবাড়ীতে ১টি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেবেন।
৫ জানুয়ারি সরকারের প্রহসনের নির্বাচনের পর ঢাকার বাইরে বেগম খালেদা জিয়ার এটিই প্রথম জনসভা। এই জনসভায় রাজবাড়ীসহ পার্শ্ববর্তী বৃহত্তর ফরিদপুর, কুষ্টিয়া ও পাবনা জেলার প্রায় ৬ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে। জেলায় প্রায় শতাধিক তোরণ, ব্যানার ও বিলবোর্ডে শহর ছেয়ে গেছে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হাবীব জানান, দলের তৃণমূল নেতাকর্মীরা চেয়ারপারসনের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনা ও তাকে একনজর দেখার জন্য অস্থির হয়ে আছে।
তথ্যসূত্র : দৈনিক আমারদেশ,০১/০৩/২০১৪