
Home দৃষ্টিপাত > সদরপুরে অবৈধ যাত্রা প্যান্ডেল ভেঙ্গে দিয়েছে প্রশাসন, ৩ জনের সাজা
এই পৃষ্ঠাটি মোট 563 বার পড়া হয়েছে
সদরপুরে অবৈধ যাত্রা প্যান্ডেল ভেঙ্গে দিয়েছে প্রশাসন, ৩ জনের সাজা
ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের চৌধুরীর হাটের অবৈধ ঘেটু যাত্রা প্যান্ডেল গত মঙ্গলবার দিবাগত রাতে ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত । জেলা প্রশাসকের অনুমতি ছাড়া যাত্রা প্যান্ডেল বসিয়ে নগ্ন অশ্লীন নৃত্য ও জুয়ার আসর বসানোর দায়ে এ সময় তিন জুয়াড়– কে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালত । পরে জুয়েল আকন (৩৫), নওয়াব আলী (২৭) ও মাহবুব হাসান (৩৫) নামের ৩ জুয়াড়–কে ভ্রাম্যমান আদালতে হাজির করে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করে।
জানা গেছে, চরনাসিরপুর ইউনিয়নের চৌধুরীর হাটে গত ১২ নভেম্বর থেকে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া জনৈক জয়নুদ্দিন মাতুব্বরের নেতৃত্বে উক্ত ঘেটুযাত্রা বসানো হয়েছিল।
তথ্যসূত্র: ফরিদপুর কন্ঠ