
Home দৃষ্টিপাত > গলফার সিদ্দিকুরের দিল্লী জয়
এই পৃষ্ঠাটি মোট 568 বার পড়া হয়েছে
গলফার সিদ্দিকুরের দিল্লী জয়
হিরো ইন্ডিয়ান ওপেন গলফ টূর্ণামেন্টের শিরোপা জিতেছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ড শেষে চার শট এগিয়ে থেকে শীর্ষে উঠে আসেন সিদ্দিকুর রহমান। এক হোল বাকি থাকতে ১৪ আন্ডার পার (টুর্নামেন্টের মোট পারের চেয়ে ১৪ শট কম খেলা ) নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে মাত্র ১ শট এগিয়ে থেকেই খেলা শেষ করেন তিনি। ইন্ডিয়ান ওপেনের সুবর্ণ জয়ন্তীতে এশিয়ান ট্যুরের এটি দ্বিতীয় শিরোপা সিদ্দিকুরের। ১২ লাখ ৫০ হাজার ডলারের এই টুর্নামেন্টের শিরোপা জিতে প্রায় দুই লাখ মার্কিন ডলার প্রাইজমানি জিতলেন। ২০১০ সালের আগস্টে ব্রুনাই ওপেন জিতেছিলেন সিদ্দিকুর যা বাংলাদেশি কোনো গলফারের প্রথম এশিয়ান ট্যুর শিরোপা জয়ের কৃতিত্ব।