
Home দৃষ্টিপাত > ঢাকায় পালিত হলো গ্রেটার ফরিদপুর ওয়েবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী
এই পৃষ্ঠাটি মোট 624 বার পড়া হয়েছে
ঢাকায় পালিত হলো গ্রেটার ফরিদপুর ওয়েবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী
“শিকড়ের টানেই সাথে থাকি”এ স্লোগানকে ধারণ করে এগিয়ে চলা বৃহত্তর ফরিদপুর জেলার প্রথম তথ্যভিত্তিক ওয়েব সাইট www.greaterfaridpur.info এ্রর প্রথম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন উপলক্ষে আজ ৪ অক্টোবার শুক্রবার বিকাল ৫টায় প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে এক মিলন মেলা অনুষ্ঠান। কেক কেটে এবং বেলুন উড়িয়ে উদযাপন করা হয় এ অনুষ্ঠান।ফরিদপুর, মাদারীপুর একং শরীয়তপুরের অনলাইন প্রেমিদের করতালি এবং হ্যাপিবার্থডে টু গ্রেটার ফরিদপুর ইনফো স্লোগানে মুখরিত হয় প্রেসক্লাব প্রাঙ্গন। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান সংক্ষেপ করা হয়।
উল্লখ্য যে, বৃহত্তর ফরিদপুর তথা ফরিদপুর-মাদারীপুর-শরীয়তপুর-গোপালগঞ্জ এবং রাজবাড়ি জেলার ইতিহাস-ঐতিহ্য এবং এ অঞ্চলের সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে ২০১২ সালের ৫ অক্টোবার প্রতিষ্ঠা করা হয় এ ওয়েব সাইটটি।