
Home দৃষ্টিপাত > ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত চার
এই পৃষ্ঠাটি মোট 610 বার পড়া হয়েছে
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত চার
ফরিদপুর: ফরিদপুর শহরতলির গঙ্গাবর্দী এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ সময় বাসের ২২ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ফরিদপুর সদর সার্কেল এএসপি কামরুজ্জামান জানান, রাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্সে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
করিমপুর হাইওয়ে থানার এসআই লুৎফর রহমান জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী এসপি গোল্ডেন লাইনের (ঢাকা মেট্রো-গ-১৪-৪৯২১) একটি যাত্রীবাহী বাস গঙ্গাবর্দী এলাকায় আসলে ঢাকা থেকে যশোরগামী একটি ট্রাকের (যশোর-ট-০২-০১১৪) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই স্বামী আসাদুজ্জামান মিতু (৩২) তার স্ত্রী রেশমা বেগম (২৮) এবং মেয়ে তিশা (৫) নিহত হন। তাদের বাড়ি সাতক্ষীরার কলারোয়া থানায়।
হাসপাতালে নেয়ার পর বাসের ড্রাইভার সিরাজের (৪০)মৃত্যু হয়। তার বাড়ি যশোরের কোতোয়ালি থানায়। আহতদের মধ্যে ট্রাকের হেলপারের অবস্থা আশঙ্কাজনক।
তথ্যসূত্র: নতুন বার্তা