
Home দৃষ্টিপাত > দুই দফা দাবিতে ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন
এই পৃষ্ঠাটি মোট 536 বার পড়া হয়েছে
দুই দফা দাবিতে ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন
অর্পিত সম্পত্তির খ তফসিল সম্পূর্ণ বাতিল ও দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা বিল প্রত্যাহারের দাবিতে ফরিদপুর শহরে মানবন্ধন কর্মসূচি পালন করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে অনুষ্ঠিত আধঘন্টার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেন, ফরিদপুর ইসকনের অধ্যক্ষ সত্যচৈতন্য ব্রহ্মচারী,সিপিবির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, শিক্ষাবিদ রমেন্দ্রনাথ রায় কর্মকার, নারী অধিকার কর্মী রুমা সাহা, নির্মল সাহা, অরুণ মন্ডল, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ। পরে প্রধানমন্ত্রীর বরাবরে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ছবি ও তথ্য: ফরিদপুর কন্ঠ রিপোর্ট