
Home দৃষ্টিপাত > মাদারীপুরে পতিতাপল্লী উচ্ছেদ, আহত ২০
এই পৃষ্ঠাটি মোট 715 বার পড়া হয়েছে
মাদারীপুরে পতিতাপল্লী উচ্ছেদ, আহত ২০
মাদারীপুর: মাদারীপুর শহরের পুরান বাজারের পতিতা পল্লীটি উচ্ছেদ করেছে স্থানীয় ‘ইসলামে কওম পরিষদ’ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা।
এসময় তারা পল্লীর মেয়েদের মারধর এবং ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ইসলামে কওম পরিষদ নামের একটি সংগঠনের নেতৃত্বে প্রায় পাঁচ/ছয়শ’ লোক এ উচ্ছেদ অভিযানে অংশ নেয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মেয়েদের সেখান থেকে বের হয়ে যাওয়ার পথ করে দেয়।
দুপুর ২টার মধ্যে পতিতাপল্লী খালি হয়ে যায়। ছেলে-মেয়েসহ এখানে বসবাস করতেন পাঁচ শতাধিক যৌনকর্মী।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাসিরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ইসলামে কওম পরিষদ এই পতিতাপল্লী উচ্ছেদের আন্দোলন করে আসছিল। সকাল সাড়ে ১১টার দিকে তারা পাঁচ/ছয়শ’ লোক নিয়ে তাদের উচ্ছেদ করে। খবর পেয়ে পুলিশ এসে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নাম প্রকাশ না করে ওই পল্লীর কয়েক জন যৌনকর্মী বলেন, “কথা ছিল আমাদের পুনর্বাসন করা হবে। কিন্তু তা না করে এভাবে আমাদের উচ্ছেদ করা হল। এখন আমরা যাব কোথায়? খাব কী?”
সূত্র ও ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম